বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ১৫ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের শপথ চত্ত্বরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এ বারের প্রতিপাদ্য ” নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী “।
এ সময় বক্তারা বলেন, আপনারা সবাই জানেন সমাজে সকলেই আমরা ভোক্তা। আমরা আমাদের নিজেদের টাকা খরচ করে ঔষধ বাসের লঞ্চ স্টিমার অভিমানের টিকেটসহ সকল দ্রব্য এবং চিকিৎসা সেবা পেতে হয়। এসব ক্ষেত্রে আমরা নানাভাবে প্রতারিত হচ্ছি প্রতারণা থেকে ক্রেতাভোক্তাদের অধিকার রক্ষা করার জন্যই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাস করা হয়েছে। কোনরকম যৌক্তিক কারণ ছাড়া গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানী তেলের দাম বাড়ানো যাবে না। মুরগী, মাছ, মাংস ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।পাইকারি ও খুচরা মূল্য তালিকা প্রকাশ্যে টানতে হবে। পচা বাঁশিও ভেজাল খাবার বিক্রি করা যাবে না।ইফতার সামগ্রী সহ সকল প্রকার খাদ্যদ্রব্য ঢেকে রাখতে হবে এবং খাদ্যদ্রব্যে বিষাক্ত রং মেশানো যাবেনা বিক্রয়ের সময় পাকা রশির ক্রেতাকে দিতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেক দোকানে ওজনের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি ব্যবহার করতে হবে।
চাঁদপুর জেলা ক্যাবের সিনিয়র সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মার্কেটিং অফিসার কামরুজ্জামান, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির,সনাক চাঁদপুরের সভাপতি ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া, চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল শাহা, ক্যাব চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, ক্যাব চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ বিল্পব সরকার,চাঁদপুর জেলা ড্রাগ এণ্ড ক্যামিসাট এসোসিয়েশনের সহ সভাপতি কবির হোসেন, হিডো পরিচালক সালাহ উদ্দীন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালু , দপ্তর সম্পাদক জাকির হোসেন বেপারী, ক্যাব চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, জেলা ক্যাব সদস্য সালাউদ্দিন আহমেদ, জেলা ক্যাব সদস্য সমাজসেবক সাজু, দৈনিক প্রিয় চাঁদপুরের ব্যবস্থাপনা সম্পাদক নূর মোহাম্মদ খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদ্য নির্বাচিত সাধারন সম্পাদক শাওন পাটোয়ারী, বাংলাদেশ ফটো জোনালিস্ট অ্যাসোসিয়েশনের সদ্য নির্বাচিত সহ-সভাপতি এস এম সোহেল, সদস্য বাদল মজুমদার, মানিক দাস, পাঠক সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আারিফুল ইসলাম শান্ত প্রমুখ।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৫ মার্চ ২০২৩