চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে ভেজাল বিরোধী অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রম্যামান আদালত।
৮ নভেম্বর সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্ত চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে কাজী ফার্মেসী সাত হাজার টাকা,তনু ডিপার্টমেন্টাল ষ্টোর পাঁচ হাজার টাকা, ইব্রাহীম ষ্টোর তিন হাজার টাকা, সামছুদ্দিন ষ্টোর দুই হাজার টাকা এবং আল-করিম হোটেল চার হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ারসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় নুর হোসেন বলেন জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৮ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur