Home / সারাদেশ / ভূয়া মাদক কর্মকর্তার পিটুনিতে নিহত ১
Death

ভূয়া মাদক কর্মকর্তার পিটুনিতে নিহত ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে গাজীপুর সদর উপজেলার বনগ্রামে দুই জনকে মারধর করে ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে প্রতারকরা। তাদের পিটুনিতে আহতদের মধ্যে একজন মারা যান।

নিহত নাম জহিরা বর্মণ (৪৫)। তিনি বনগ্রামের মৃত মাখন চন্দ্র বর্মণের ছেলে। আহত সাধনা (২২) একই এলাকার রিপনের স্ত্রী।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আজহারুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে ৬ জন পুরুষ এবং ২ জন নারী প্রতারক নিজেদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক হিসেবে ভুয়া পরিচয় দিয়ে বনগ্রামের জহিরা বর্মণ ও সাধনার কাছে মাদক আছে এমন অভিযোগে তাদের পাকড়াও করে। পরে এ অভিযোগে তাদের মারধর করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা আদায় করে। এ সময় তারা ওই দুই জন মারধরও করে।

এরপর পরিস্থিতি খারাপ দেখে প্রতারকরা চম্পট দেয়। পরে বিকেল ৪টার দিকে মারধরে আহত জহিরা বর্মণ মারা যান।

খবর পেয়ে রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক: ।। আপডেট ০৯:৪০ এএম ২৬ অক্টোবর, ২০১৫ সোমবার

/ডিএইচ