Home / চাঁদপুর / ভূমি-গৃহহীনমুক্ত হলো চাঁদপুরের ৩ উপজেলা
ভূমি

ভূমি-গৃহহীনমুক্ত হলো চাঁদপুরের ৩ উপজেলা

চতুর্থ ধাপে গৃহহীন মুক্ত হলো চাঁদপুরের তিন উপজেলা। ২২ মার্চ বুধবার সকালে সারাদেশের সঙ্গে জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার ভূমি ও গৃহহীন এমন ৬০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১৫৯টি উপজেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন।

এ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা প্রশাসক কামরুল হাসান জানান, প্রথম ধাপ থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার ৬০০ পরিবার তাদের নিজের স্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছে। এ ছাড়া জেলায় আরো যে পাঁচ উপজেলা রয়েছে। সেখানেও অল্প যে কয়েকজন ভূমি ও গৃহহীন রয়েছেন তাদেরকেও দ্রুত সময়ের মধ্যে নতুন ঠিকানা গড়ে দেওয়া হবে।

স্টাফ করেসপন্ডেট, ২৩ মার্চ ২০২৩