Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ভূমি আইন সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন

ভূমি আইন সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন

ভূমি মেলা -২০২৫ উপলক্ষ্যে ফরিদগঞ্জের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমি বিষয়ক সচেতনতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) বিকেলে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম, নবম -দশম শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক সচেতনতা আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিস।

এসময় উপজেলা ভূমি সার্ভেয়ার আবুবকর সিদ্দিক শিক্ষার্থীদের সাথে ভূমির বিভিন্ন বিষয়ক সচেতনতামূলক আলোচনা করেন। শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য নিজ নিজ খাতায় লিপিবদ্ধ করে। এরপর ভূমি সংক্রান্ত বিষয়ে ২০ মার্কের পরিক্ষা নেওয়া হয়। পরিক্ষায় তিন শ্রেণীর ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করে। পরিক্ষা শেষে সর্বোচ্চ মার্ক পাওয়া তিনজনকে পুরস্কৃত করা হয়।

ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেমের সভাপতিত্বে ও উপজেলা ভূমি সার্ভেয়ার আবুবকর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.আর. এম জাহিদ হাসান।

এসময় তিনি বলেন, ভূমি আইন সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগে থেকেই ধারণা রাখা প্রয়োজন। তাই এ বছর ভূমি সম্পর্কিত বিষয়ে শিক্ষার্থীদের সাথে এ ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভূমি আইন সম্পর্কে জানতে পেরেছে। আমি আশা করি শিক্ষার্থীরা নিজেদের জীবন মানে উন্নয়নে কাজে লাগাবে। আমরা চেষ্টা করবো ধারাবাহিক ভাবে ভূমি সম্পর্কিত বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে।

এসময় আরও বক্তব্য রাখেন, পৌর ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক শিমুল হাছান প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ মে ২০২৫