চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘উপজেলা ভূমি অফিসে মানুষের কষ্ট ও হয়রানী থেকে মুক্তি লাভের জন্য ‘বাতি ঘরের’ আবির্ভাব। যেখানে উপজেলা ভূমি কর্মকর্তা নিজেই একক ক্ষমতা বলে ভূমি সংকান্ত জটিলতায় পক্ষদ্বয়দের নিয়ে বাতি ঘরে বসে সমাধান করতে পারবে।
মঙ্গলবার (১৬ আগস্ট) হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিস হেল্প ডেস্ক ও গণশুনানী কেন্দ্র উদ্ধোধনকালে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সকল কার্যক্রমে ডিজিটালের ছোঁয়া লাগাবে এ উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। পূর্বের ভূমি অফিসে যে সকল জটিলতা ছিলো তা এখন আর থাকবে না। অতি অল্প সময়ের মধ্যে মানুষ তাদের জটিলতা বাতি ঘরে বসে সমাধান করতে পারবে।’
এ সময় উপস্তিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ও ভূমি কর্মকর্তা ওলিউজ্জামান।