কচুয়ায় ভূমিহীন ও গৃহহীন পুর্নবাসনের জন্য জমি সংস্থানের নিমিত্তে বিভিন্ন ইউনিয়নে বিক্রয়যোগ্য জমির স্থান পরিদর্শন করা হয়েছে।
রোববার উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ উপজেলার সাচার,পাথৈর,কড়ইয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে বিক্রয়যোগ্য জমির স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন কালে ভরাটকৃত জমির মালিকদের সাথে সরকারি ন্যায্য মূল্যে জমি ক্রয়ের বিষয়ে আলাপ-আলোচনা করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। তারই আলোকে কচুয়ায় গৃহহীনদের পুর্নবাসনের জন্য নতুন করে আরো ৭০টি ভূমিহীনদের বাসস্থান নির্মানের জন্য ভরাটকৃত বিক্রয়যোগ্য জমির স্থান পরিদর্শন করা হয়। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আশেকুর রহমান,ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন,পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, সার্ভেয়ার তানিয়া আক্তার,সাচার ইউপি ভূমি কর্মকর্তা মো. নুরুল ইসলাম সোহাগ,ইউপি সদস্য গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur