ফরিদগঞ্জে ভূমিসহ ঘর পাচ্ছে ২০ পরিবার

চাঁদপুরের ফরিদগঞ্জে আগামি ২০ জুন ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭ জুন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি উপজেলা হলরুমে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।

জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে ২০-২১ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের অধীন ২য় পর্যায়ে ‘ক’ তালিকাভুক্ত “ভুমিহীন ও গৃহহীন” পুনর্বাসিত পরিবারের মাঝে এ গৃহ প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী আগামি ২০ জুন সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারা দেশে এ কার্যক্রম উদ্ভোধন করবেন। ওইদিন উপজেলার রূপসা দক্ষিণ ও বালিথুবা পশ্চিম উইনিয়নে  নির্মিত ২০টি পাকা ঘর হস্তান্তর করা হবে।

প্রেস কনফারেন্সে সাংবাদিকদের কাছে মুজিববর্ষের উপহার হিসেবে ২য় পর্যায়ে নির্মিত এসব ঘরের নির্মাণ কার্যক্রম ও হস্তান্তর প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি নিজের তত্ত্বাবধায়নে নির্মিত গৃহগুলোর কাজের মান ও অগ্রগতি পর্যবেক্ষন করেন। আগামী ২০ জুন আনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠান সফল করার উদাত্ত আহবান জানানো হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনসহ কর্মরত সাংবাদিকদবৃন্দ।

প্রতিবেদকঃশিমুল হাছান, ১৭ জুন ২০২১

Share