রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকাল সাড়ে আটটার কিছু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক দিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহ চলছে।
আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত তা এখনই জানা যায়নি। পরিমাপ চলছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সকালে রাজধানীর কারওয়ান বাজারে কর্মস্থলে এসেছেন শাপলা আহমেদ ও অরূপ রায়। তাঁদের অফিস ১২ তলায়। তাঁরা জানান, ভূমিকম্পের সময় তাঁরা প্রচণ্ড দুলুনি অনুভব করেছেন। ফুলের টব, টিভি সবকিছু এ সময় দুলছিল।
এদিকে এনডিটিভির খবরে জানা যায়, ভারতের আসামে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ঢাকা ব্যুরো চীফ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur