Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ভূমিকম্পে মতলব কলেজের নামফলক ভেঙে পড়েছে

ভূমিকম্পে মতলব কলেজের নামফলক ভেঙে পড়েছে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন জায়গায় ৫ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভয় ও আতঙ্কে মানুষজন বাসা-বাড়ী থেকে বের হয়ে রাস্তায় নেমে পড়েছেন। ভেঙে পড়েছে মতলব সরকারি কলেজ গেইটের নাম ফলকের দুটি অক্ষর।

এছাড়া কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।এই ভূকম্পনের কারণে কিছু বাসার দেয়ালে ফাটল সৃষ্টি হতে দেখা গেছে।

উপজেলার নারায়ণপুর, নায়েরগাঁও, উত্তর ও দক্ষিণ, খাদেরগাঁও, উপাদী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় এলাকাবাসীর সাথে যোগাযোগ করে জানা গেছে,ভুমিকম্প অনুভুত হওয়ার সাথে সাথে বাসা,বাড়ী এবং দোকানে যারা ছিল সবাই হুরুহুরি করে বের হয়ে রাস্তায় নেমে আসেন।তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোঁজ নিয়ে জানা যায়,হাসপাতালে ভর্তি থাকা রুগী ও তাদের সাথে থাকা লোকজন ভয় ও আতঙ্কিত হয়ে ডাকচিৎকার শুরু করে দেয়।
তখনকার দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা রতন চন্দ্র দাস বলেন,যে সময়ে ভুমিকম্পটি অনুভুত হয় তখন আমি হাসপাতালে ভর্ডিকৃত রোগীদের দেখছিলাম, তখন সব রোগী ও তাদের সাথে থাকা স্বজনরাও ভয়ে চিৎকার দিয়েছিল।কেউ হুড়োহুড়ি করে কেউ নের হয়নি।

এদিকে হাসপাতালেও এ সংক্রান্ত বিষয়ে আহত হয়ে কেউ আসেনি।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম বলেন, ভুমিকম্পে এখন পর্যন্ত কোথাও ক্ষয় ক্ষতি হওয়ার সংবাদ পাওয়া যায়নি।

মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ বলেন,ভুমিকম্পে কলেজের প্রধান ফটকের নামের দুটি অক্ষর অর্থাৎ মতলব সরকারি কলেজ এর ‘মত’ এ দুটি অক্ষর ভেঙে পড়ে গেছে।এছাড়া কলেজের ভিতরের কোন ভবনের ক্ষয় ক্ষতি হয়নি।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, ভুমিকম্প অনুভত হওয়ার পর কোথাও কেউ হতাহত এবং ক্ষতি সাধন হয়নি।তবে বিভিন্ন এলাকায় ফোর্স পাঠানো হয়েছে খোঁজ খবর নেয়ার জন্য।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশন এর সাব অফিসার মেহেদী হাসান বলেন,এ পর্যন্ত কোথাও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মতলব সরকারি কলেজের প্রধান ফটকের নাম ফলকের দুটি অক্ষর ভেঙে পড়ে গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা বলেন, আমি যে ভবনে থাকি, সেখানে ভুমিকম্প অনুভুত হওয়ার পর ওই ভবনের সবাই ধীর স্থীরে নীচে নেমে যাই। উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়া হয়েছে, কোথাও ক্ষয় ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২১ নভেম্বর ২০২৫