সারাদেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার কিছু সময় আগে এই ভূমিকম্প শুরু হয়। এটি এক মিনিটের বেশি সময় স্থায়ী ছিল।

ভুমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এ সময় ঢাকার বহুতল ভবনগুলো নড়ে উঠে। লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভুমিকেম্পর সময় রাজধানীর অনেক মানুষ আতংকে রাস্তায় নেমে এসেছে।

ঢাকার বাইরেও ঠাকুরগাঁও, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, গাজীপুর, রংপুর জেলায়ও ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।

বার্তা কক্ষ
১২ সেপেটম্বর,২০১৮

Share