Home / আন্তর্জাতিক / তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল
Earth quack
প্রতীকি ছবি

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

রোববার (২ জুলাই) আবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৯। কম্পনের উৎসস্থল নেপালের রামছাপ জেলা। এদিন সকালে ভূমিকম্পের ফলে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২০১৫-র প্রবল ভূমিকম্পের চিহ্ন এখনও রয়েছে নেপালে। ২৫ এপ্রিলের সেই ভূমিকম্পের কথা ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়। তার মধ্যে এই কম্পন নতুন করে আতঙ্ক তৈরি করেছে।

২০১৫-র ২৫ এপ্রিলের ভূমিকম্পে ১০,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়। জখম হন বহু মানুষ। প্রচুর বাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়। সেই উদ্ধারকাজ চালাতে সময় লেগেছিল বহুদিন। এখনও সেই বিধ্বস্ত অঞ্চলের গঠনের কাজ চলছে।

শুধুমাত্র একদিনের ভূমিকম্পই নয়, সেইসমসয় পরপর কম্পন নাড়িয়ে দিয়েছিল ভারতের একাধিক অংশকেও। এই কম্পনে ফলে হিমালয়ে নেমেছিল প্রবল তুষারধস। তবে এবার ধসের সম্ভাবনা আছে কিনা, তা এখনও জানা যায়নি।

নিউজ ডেস্ক
আপডেট,বাংলাদেশ সময় ১১ : ৪৯ এএম, ২ জুলাই ২০১৭,রোববার
এইউ

Leave a Reply