শক্তিশালী ভূমিকম্পে কাঁপল অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল। অস্ট্রেলিয়া ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (জিএ) জানায়, আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে কুইন্সটাউনের এক হাজার ৭০৪ কিলোমিটার দূরে এ ভূমিকম্প অনুভূত হয়।
দেশটির ভূতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী দি ইনডিপেনডেন্ট পত্রিকা জানায়, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তথ্যে জিএ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাগরের ১৫ কিলোমিটার গভীরে। আর মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যানুযায়ী এর উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়া উপকূলে প্রথম দিকে সুনামির আশঙ্কা করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক ।। আপডেট ০৮:৮৯ পিএম,২৪ জুলাই ২০১৬,সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur