ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের সুপারভাইজার মো. রবিউল আলম বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। এটি হালকা মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।
পরে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে ভূমিকম্পটি টাঙ্গাইলে সংঘটিত হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৫৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে।
এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
টাইমস ডেস্ক/ ১৭ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur