Home / উপজেলা সংবাদ / কচুয়া / ভূমিকম্পে কচুয়ায় বিদ্যালয়ের ভবনে ফাটল,আতংকে শিক্ষক শিক্ষার্থীরা
ভূমিকম্পে

ভূমিকম্পে কচুয়ায় বিদ্যালয়ের ভবনে ফাটল,আতংকে শিক্ষক শিক্ষার্থীরা

ভূমিকম্পে চাঁদপুরের কচুয়ার মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের ত্রিতলা বিশিষ্ট একাডেমিক ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনের নিচতলায় দক্ষিন ওয়ালের ৮টি ও উত্তর ওয়ালের ৪টি পিলারে ফাটল হয়েছে। পিলার ও দেয়ালে ফাটল দেখা দেয়ায় পুরো ত্রিতল ভবনটিই খুবই ঝঁুকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহ জানান, শনিবার সকালে আকস্মিক ভূমিকম্পে ওই বিদ্যালয়ের একাডেমিক ভবনের পিলার ও দেয়ালে প্রকট ফাটল দেখা দেয়। ভবনটি ঝুকিপূর্ণ হওয়ার কারনে আমরা শিক্ষক-শিক্ষার্থীরা ভয় আতংকের মধ্যে ক্লাস পরিচালনা করে আসছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশ্রাফ খান জানান, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ে ফাটল দেখা দেয়ার বিষয়টি শুনেছি। বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৩ ডিসেম্বর ২০২৩