রাশিয়ার কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৮। আলাস্কার আলেউতিয়ান দ্বীপেও ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। নিকোলসকোয়ি শহর থেকে ১২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আত্তু দ্বীপের পশ্চিমাঞ্চলে। এর গভীরতা খুব বেশি ছিল না। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬ মাইল গভীরে এটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৩শ কিলোমিটার উপকূলীয় এলাকাজুড়ে সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭.৭ বলে জানানো হয়েছিল। শক্তিশালী ওই ভূমিকম্পের পর বেশ কয়েকবার ছোট বড় কম্পন অনুভূত হয়েছে।
এদিকে সোমবার পেরুতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৪৪ কিলোমিটার। ভূমিকম্পটি পেরুর পুকুইওর থেকে ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৯:৫০ এ.এম, ১৮ জুলাই ২০১৭,মঙ্গলবার
ইব্রাহীম জুয়েল
184
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur