Home / আন্তর্জাতিক / ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুরে ব্যাপক ধ্বংসলীলা : নিহত ৯
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুরে ব্যাপক ধ্বংসলীলা : নিহত ৯

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুরে ব্যাপক ধ্বংসলীলা : নিহত ৯

 

ভারতের মণিপুরে সোমবার ভোরে অনুভূত হওয়া রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। মিয়ানমার ও বাংলাদেশের কাছে অবস্থিত ওই রাজ্যটিতে উৎপত্তি হওয়া এ ভূমিকম্প ওই দেশগুলোতেও অনুভূত হয়। খবর এনডিটিভি ও বিবিসির।

মার্কিন ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, মণিপুরের প্রাদেশিক রাজধানী ইমফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। স্থানীয় সময় ভোর ৪টা ৩৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা রাজ্যের অনেক স্থানেও এ ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূকম্পনের ফলে মণিপুরের হাসপাতালসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত নয়জনের মৃত্যু ও ১০০ জন আহতের খবর নিশ্চিত করা হয়েছে।

এ ভূমিকম্পের ফলে বাংলাদেশে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু ও প্রায় ৭০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক || আপডেট: ০১:০৫ পিএম, ০৪ জানুয়ারি ২০১৬, সোমবার

এমআরআর