আজ বুধবার সকাল ১০ টার দিকে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে ও নিজকে সুরক্ষিত করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সামিউল ইসলাম ও সিভিল সার্জন ডা.মো.সাখাওখাত উল্লাহ।
এ ছাড়াও নির্বাহী প্রকৌশলী গণপূর্ত,নির্বাহী প্রকৌশলী স্থানীয সরকার,উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,উপজেলা নির্বাহী অফিসার হাজিগঞ্জ এর প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের আওতাধীন ডাকাতিয়া নদীর উপর ২৬৬.৩০ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণের ভূমি অধিগ্রহণে বিস্তারিত আলোচনা করা হয় বলে জেলা ভূমি অধিগ্রহণ শাখা সূত্রে জানা যায়্।
আবদুল গনি,১২ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur