শাহজাহান শাওন :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আজ কার বাজেট কে দেয়। যারা বাজেট দিয়েছে, তাদের কি জনগণের প্রতিনিধিত্ব আছে? দেড় বছর আগে তারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের বাজেট ঘোষণার অধিকার নেই। এটা ভুয়া সরকারের ভুয়া বাজেট।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবাষির্কী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।
আব্দুল মঈন খান অভিযোগ করেন, ‘এ বাজেটে দারিদ্র্য বিমোচনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।’ দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার দুর্নীতিতে নিমজ্জিত।’
‘জিয়াউর রহমানের রাজনীতির উদ্দেশ্য ছিল— উন্নয়ন ও গণতন্ত্র পাশাপাশি যেতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আজ উন্নয়নের কথা বলা হচ্ছে। উন্নয়নের জন্য প্রয়োজন গণতন্ত্র। সুশাসন, মানুষের কথা বলার অধিকার ছাড়া কোনো টেকসই গণতন্ত্র হতে পারে না।’
জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘তার সাড়ে তিন বছরের শাসন আমল ৩৪ বছরে বলেও শেষ করা যাবে না। জিয়াকে অনুসরণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে গিয়েছিল। তারা আর্দশের মুক্তিযুদ্ধ করেনি। আত্মরক্ষায় জীবন বাঁচাতে বর্ডার পড়ি দিয়েছিল।’
দেশ-বিদেশী ষড়যন্ত্রে জিয়াকে হত্যা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমানের ব্যক্তিখাতে উন্নয়নের তথ্য আজ আওয়ামী লীগকে মানতে হচ্ছে। ’
তিনি বলেন, ‘হতাশার কিছু নেই, আমরা হতাশ নই। হতাশাগ্রস্ত আওয়ামী লীগ ও শেখ হাসিনা। যা তাদের আচার-আচরণে ও বডি ল্যাংগুয়েজে প্রকাশ পাচ্ছে।’
সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাৎ, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান প্রমুখ।
শুক্রবার ০৫ জুন ২০১৫ : ০৮:৪৯
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।