কচুয়ায় ১শ’ কেজি ভুয়া বাসুডিন জব্দ

চাঁদপুরের কচুয়া উপজেলার রঘুনাথপুর বাজারে ১শ’ কেজি ভূয়া বাসুডিন জব্দ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অভিযানে কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন ওই বাজারের কয়েকটি দোকানে এসব ভূয়া বাসুডিন জব্দ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে রেজিস্ট্রেশন বিহীন বিক্রি হচ্ছে বালাইনাশক। তন্মেধ্যে বেশি বিক্রি হচ্ছে বাসুডিন। বাসুডিন সম্পূর্ন ভাবে নিষিদ্ধ থাকার পর অবাধে বিক্রি হচ্ছে। ফলে দেশে কোথাও এর উৎপাদন নেই। ইটের গুড়া প্যাকেট করে বাজারজাত করে প্রতারক চক্র এ বাসুডিন বিক্রি করে আসছে।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষন,সচেতনতা বৃদ্ধি ও পন্য জব্দের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Share