আন্তর্জাতিক ডেস্ক:
বেশ দাবিরকিছু অদ্ভূত পর এবার নবুয়তের দাবিদার জিম্বাবুয়ের নাগরিক শেফার্ড বুশিরি শূন্যে উড়ার দাবিখ্রিস্টান এই যাজক এর আগেও কয়েকটি বিতর্কিত দাবি করেছিলেন যা পরিবর্তীকালে সবগুলোই ভুয়া প্রমাণিত হয়।
বুশিরি প্রথমে দাবি করেছিলেন, তিনি আত্মার জগতে প্রবেশ করতে পারেন এবং তাকে আফ্রিকি নামে একটি ধর্মীয় সংগঠনের নেতা বানানো হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, আফ্রিকি নামে ধর্মীয় সংগঠনের অস্তিত্বই নেই। এ ছাড়া বুশিরি দাবি করেছিলেন ঈশ্বর তাকে ব্যক্তিগত বিমান প্রদানের মাধ্যমে আর্শীবাদ করেছেন। মজার ব্যাপার হচ্ছে এই বিমান নাকি কাউকে দেখার অনুমতি দেননি ঈশ্বর।
এবার নিজের নবুয়তের দাবির স্বপক্ষে নতুন একটি ভিডিও হাজির করেছেন বুশিরি। এতে দেখা গেছে, নিজের বাড়ির সিড়ি বেয়ে নামছেন বুশিরি। শেষ ধাপে নামামাত্র তিনি কিছুক্ষণের জন্য শূন্যে ভাসেন। পরে তিনি মাটিতে পা রাখেন। বুশিরি যখন শূন্যে ভাসতে শুরু করেন, তার আগমুহূর্তে ক্যামেরা একেবারে পায়ের দিকে প্যান করে নিয়ে আসা হয়। অর্থাৎ ক্যামেরাতে শুধু বুশিরি শূন্যে ভাসা পা দেখানো হয়েছে-তার পুরো দেহ নয়। তিনি মাটিতে পা রাখার কিছুক্ষণ পর ক্যামেরা জুম আউট করা হয়। বুশিরিকে যে মানুষটি উঁচু করে ধরেছিলেন তার ছায়ায়ও ক্যামেরায় ধরা পড়েছে।
নবুয়তের দাবিদার শেফার্ড বুশিরির ফেসবুকে বুশিরির ২ লাখ ৩৯ হাজার এবং টুইটারে ১৩ হাজার ফলোয়ার রয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…