চাঁদপুর জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বলেছেন, ‘মানুষ ভুল করে। আর সেই ভুল যদি আমি করি আমাকে ভুল সংশোধন করার সুযোগ দিবেন। আর ভুল সংশোধন না করতে পারলে আপনারা লিখবেন।’
দায়িত্ব গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পরিষদ মিলানয়তনে জেলার সাংবাদকিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চাঁদপুরে প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীরর সভাপতিত্বে আলহাজ ওচমান গণি পাটওয়ারী বলেন, ‘আমি সাংবাদিক পরিবারের লোক এটাই আমার বড় পরিচয়। আমার নির্বাচন করার পূর্বে থেকে চাঁদপুর প্রেসক্লাব আমার সাথে ছিলো, এখনো আছে। আমি চাঁদপুরের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমার জন্য কাজ করেছেন। আমি আগে থেকেই বার বার চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার।’
তিনি আরো বলেন, ‘আপনাদের জন্য আমি কাজ করবো। সাধারণ মানুষ যাতে আমাকে বিশ্বাস করে সেই চেষ্টা চালিয়ে যাবো। চাঁদপুর জেলা পরিষদকে উন্নতি করার লক্ষ্যে আমি কাজ করবো। তার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ভালোবাসা ভুলার নয়। সর্বোপরি আপমি বলতে চাই আমি সাংবাদিকদের নিয়ে জেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ডে থাকতে চাই। আপনারা আমার জন্য যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই।’
চাঁদপুরে প্রেসক্লাবের সাধরাণ সম্পাদক জি এম শাহীনের পরিচালনায় মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, গোলাম কিবিরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধরাণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, বর্তমান সহ-সভাপতি প্রার্থনাথ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, দৈনিক ইলশেপাড়ের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, পেসক্লাব সদস্য আব্দুল আউয়াল রুবেল, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান লিটন, ফরিদগঞ্জ সাংবাদিক ক্লাবের সাধরাণ সম্পাদক আতাউর রহমান সোহাগ, শাহরাস্তি প্রেসক্লাব নেতা হুমায়ুন কবির, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মতলব উত্তর প্রেসক্লাব নেতা মাহবুবুর রহমান লাভলু, গোলাম নবী খোকন, মতলব দক্ষিণ প্রেসক্লাবের রোকনুজ্জামান রোকন, মতলব প্রেসক্লাবের শ্যামল চন্দ্র দাস, কচুয়া প্রেসক্লাবের আলমগীর হোসেন প্রমুখ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম:
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ৩০ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur