সারাদেশ

রাজধানীসহ সারাদেশে ভুমিকম্পন অনুভূত

মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ সারা দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভূমিকম্প জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার দূরে মিয়ানমারে। এর মাত্রা ছিল ৫.৩।

কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে এটি মৃদু ভূমিকম্প হলেও কেন্দ্রস্থলে এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল। কিন্তু এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গতকাল বিকেলের দিকেই রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয় ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায়। ২০ আগস্ট ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় জাপানে।

গেল জুলাইয়ে জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

গবেষকরা আশঙ্কা করছেন, যেহেতু এখানে গত ৪০০ বছর ধরে শক্তি সঞ্চয় হচ্ছে, ফলে তা যেকোন সময় রিখটার স্কেলে ৯ মাত্রার মতো শক্তিশালী একটি ভূমিকম্প তৈরি করতে পারে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১২:৪০ পিএম, ২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share