চাঁদপুরের হাজীগঞ্জে ভিমরুলের হুলে শিশুসহ পরিবারের তিন জন আহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলার নাসিরকোট এলাকার আঁচল চিলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের ইদ্রিস কবিরাজের পুত্র মিলন কবিরাজ (৩০),তার স্ত্রী রেখা আক্তার (২৫) ও শিশু সন্তান শরিফুল ইসলাম (৮)।
আহতের স্বজরা জানায় ‘তারা সবাই ঢাকাতে থাকেন। শুক্রবার তারা বাস যোগে হাজীগঞ্জ গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বাস থেকে নেমে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ পাশের ঝোপ থেকে এসে একাধিক ভিমরুল তাদেরকে হুল বসিয়ে দেয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাদেরকে চাদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur