জাতীয়

১ লাখ ১৮ হাজার হজযাত্রী ভিসা পেয়েছেন

হজে গমনেচ্ছু ১ লাখ ১৮ হাজার ৯ শ’২৪ জন বাংলাদেশি ভিসা পেয়েছেন । পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আর কারও কোনো আবেদন দূতাবাসে ঝুলন্ত অবস্থায় নেই। হজ নিয়ে জটিলতা এবং এ নিয়ে হাইকোর্টের আদেশের প্রেক্ষাপটে সৌদি সরকার থেকে প্রাপ্ত বার্তার উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ আগস্ট পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৯শ’২৪ জনের ভিসা ঢাকাস্থ সৌদি দূতাবাস ইস্যু করেছে। দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি আর কোনো হজযাত্রীর আবেদন তাদের কাছে নেই ।

এবার বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১শ’৯৮ জন বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল। সে হিসাবে ৮ হাজার হজযাত্রীর ভিসা এখনও বাকি। কিন্তু এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে কিছুই বলা হয়নি।

চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩০ আগস্ট হজ হতে পারে। ১৭ আগস্ট পর্যন্ত হজযাত্রীদের ভিসা দেয়ার কথা সৌদি সরকার । বাংলাদেশ থেকে হজের শেষ ফ্লাইট যাবে ২৬ আগস্ট।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৬:১০ পিএম,১৬ আগস্ট ২০১৭,বুধবার
এজি

Share