রাজনীতি

নির্বাচনী ভিশন ২০৩০ চূড়ান্ত করছে বিএনপি

নির্বাচন সামনে রেখে ভিশন ২০৩০ নামে উন্নয়ন পরিকল্পনা করছে বিএনপি ।

ক্ষমতায় এলে ২০৩০ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার খসড়া পরিকল্পনা চূড়ান্ত করেছে বিএনপি। আজ রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ খসড়া উপস্থাপন করা হতে পারে। চূড়ান্ত অনুমোদনের পর সংবাদ সম্মেলনে এটি জনসম্মুখে তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন। দলটির নেতারা জানান, জনগণের সামনে দলের অবস্থান পরিস্কার করতেই তাদের এই উদ্যোগ।

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশৈ উন্নীত করার ভিশন টুয়েন্টি থার্টি পরিকল্পনার কথা বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, গত বছর মার্চে অনুষ্ঠিত দলের ষষ্ঠ কাউন্সিলে।

এক বছরের মাথায় সেই পরিকল্পনার খসড়া তৈরী করেছে বিএনপি। যা দলের নীতি নির্ধারণী ফোরামে চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। সোমবারের স্থায়ী কমিটির বৈঠকেও পেয়ে যেতে পারে এ অনুমোদন। জাতীয় নির্বাচন সামনে রেখে ভিশন টুয়েন্টি থার্টি দ্রুতই জনগণের সমানে তুলে ধরতে চায় দলটি।

মধ্যম আয়ের দেশে পরিনত করতে রাজনৈতিক স্থিতিশীলতাকেই বেশী গুরুত্ব দিয়েছেন বিএনপির এই নেতা। তাই এ বিষয়টিও রয়েছে তাদের পরিকল্পনায়।

এ মাসেই যে কোন দিন তা জনসম্মুখে তুলে ধরা হতে পারে বলেও জানান বিএনপির এই নেতা।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময়০৮:৫০ এ.এম, ১১ এপ্রিল ২০১৭,মঙ্গলবার
ইব্রাহীম জুয়েল

Share