সারাদেশ

’ভিশন ২০২১ পূরণে বড় বাধা মাদক ও জঙ্গিবাদ ’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সামনে ২০২১ ও ২০৪১-এর যে ভিশন দিয়েছেন তা বাস্তবায়নে সঠিক পথেই আছি আমরা। আশা করছি নির্ধারিত সময়ের আগেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। তবে এ ক্ষেত্রে বড় বাধা হল মাদক ও জঙ্গিবাদ। যুব সমাজকে এ দুটি বিষয়ে বেশি সচেতন হতে হবে।

বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মহানগর পুলিশ ও রাজশাহী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের যৌথ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মাহাবুবর রহমান। অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন ও রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ সময়:২:৩০ এ.এম ৫ এপ্রিল ২০১৮
কে এইচ

Share