চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্সে ও দীনিয়া মাদরাসার ভিত্তিপ্রস্থর স্থাপনের লক্ষে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ আগস্ট বিকালে পালাখাল উচ্চ বিদ্যালয় মসজিদ সংলগ্ন দীনিয়া মাদরাসা নিজস্ব ভূমিতে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা জমিয়েত হিযবুল্লাহের সভাপতি আলহাজ মাও.সাইফুদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও পালাখাল মডেল ইউনিয়ন যুব হিযবুল্লাহের সাংগঠনিক সম্পাদক মাও.শরীফুল ইসলামের পরিচালনায় পরামর্শমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান মো.ইমাম হোসেন সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন জমি দাতা আলহাজ তৈয়ব আলী মেম্বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা জমিয়েত হিযবুল্লাহের সাধারন সম্পাদক ও কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়েল সাবেক প্রধান শিক্ষক মো.শহীদুল্লা বি.কম,কচুয়া উপজেলা যুব হিযবুল্লাহ সভাপতি মোশারফ হোসেন মাষ্টার, মাদ্রাসার পরিচালক মাওলানা মো.মোস্তাফিজুর রহমান,পালাখাল মডেল ইউনিয়ন যুব হিযবুল্লাহের সভাপতি মো.আব্দুল মোতালিব,বুধুন্ডা দীনিয়া মাদ্রাসার মুদির মো.ওসমান ফারুকী,নন্দনপুর দীনিয়া মাদ্রাসার মুদির মাও.খায়রুল বাসার, পালাখাল মডেল ইউনিয়ন যুব হিযবুল্লাহের সাধারণ সম্পাদক মো.মাহবুব আলম,সমাজসেবক শাহজালাল মিয়া প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও.মো.আবুল কাশেম, সমাজসেবক খালেক মেম্বার, দাতা পরিবারের সদস্য আবুল হোসেন, আব্দুল হালিম দেওয়ান,রুহুল আমিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কচুয়ার পালাখাল গ্রামে অধিবাসী সাবেক ইউপি সদস্য আলহাজ মো.তৈয়ব আলী পালাখাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশে ২৮ শতাংশ ভূমি ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের নামে পালাখাল খানখায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স দীনিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং নির্মাণের লক্ষে দান করেন।
বর্তমান যুগে তাঁর এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
জিসান আহমেদ নান্নু, ১৬ আগস্ট ২০২১