শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁদপুরের শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০ টায় দোয়াভাঙ্গা এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হয়।

উক্ত ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার উপ- প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা জহুরুল হক, পৌর আওয়ামী লীগের সদস্য আবদুল গফুর, ৬তলা ভবনের স্বত্বাধিকারীর পক্ষে মোঃ আমির হোসেন ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাছান, স্বত্বাধিকারীর ছেলে মোঃ রিয়াজ, মোঃ হৃদয়, হেড: মিস্ত্রি মোঃ আলী আহমেদসহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নব-নির্মিত ৬ তলা ভবনের কল্যাণ কামনা, মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা জহুরুল হক।

শাহরাস্তি প্রতিনিধি

Share