চাঁদপুরে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন’এ’খাওয়ানোর লক্ষ্যমাত্রা

আগামি ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপি জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন সারাদেশে পালিত হবে। এ পনের দিনের কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন’এ’ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। চাঁদপুরেও এ কর্মসূচি চলবে ।

একই সাথে’শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো’র বার্তা প্রচার করা এ ক্যাম্পেইনের অংশ।

জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের এক সুত্রে জানা গেছে,চাঁদপুর জেলায় ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার টার্গেট নেয়া হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ৮শ’১০ জন আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু হচ্ছে ২ লাখ ৮১ হাজার ৪শ’৫ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সুত্রে এ তথ্য জানাপনো হয়েছে ।

সিনিয়র করেসপন্ডেন্ট , ৩ জুন ২০২১

Share