উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যু ঝুঁকি কমান” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সদর উপজেলা ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাল।
তিনি বলেন, প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের নিয়মিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। তাদের সন্তাদের স্বাস্থ্য’র দিকে খেয়াল রাখতে হবে। যেনো তারা সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে পারে। আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যত। তাই এ চিন্তা মাথায় রেখে সরকার শিশুদের জন্য সর্বক্ষেত্রে অবদান রেখেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রুনা রেহেনার সভাপতিত্বে ও স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ কাজী সুমাইয়া বিনতে নিজাম-এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম. সহিদুল হক। বিষয়ভিত্তিক আলোচনা করেন সদর উপজেলা কমপ্লেক্স সহকারী সার্জন ডাঃ হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী সার্জেন খালেদ জাহানা ফাহিম।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মোঃ শহিদুল্যাহ। এসময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আনোয়ারুল হক
||আপডেট: ১১:০৫ পিএম, ০৯ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর