Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু
চাঁদপুর জেলা কারাগার
জেলা কারাগার ফাইল ছবি

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জেলা কারাগারের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে আমানুর রহমান তুহিন (৫৫) এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্ররন করেছেন।

হাসপাতাল সূত্রে জানাগেছে, সোমবার রাত ৮ টায় চাঁদপুর কারাগারে মাদক মামলার সাজা প্রাপ্ত আসামী হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদগ্রামের মনিরুল রহমানের ছেলে আমানুর রহমান তুহিন (৫৫) হাজীগঞ্জ থানা পুলিশের কাতে মাদক সহআটক হয়। এ মাদক মামলায় আমানুর রহমান তুহিন বেশ কিছুদিন ধরে চাঁদপুর কারাগারে ছিলেন।

হাসপাতালে আসা কারা রক্ষিরা জানায়, সোমবার রাত ৮টায় তুহিন কারা অভ্যন্তরে অসুস্থ্য হয়ে পড়ে। দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হলে রাত ৮টা ৫০ মিনিটে সে মারা যায়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক আহমেদের মাধ্যমে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করে।

ময়না তদন্ত শেষে তুহিনের মরদেহ তার পরিবারের কাছে আজই হস্তান্তর করা হবে পুলিশ জানিয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, ৪ আগস্ট ২০২০