Home / জাতীয় / ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত সোমবার
ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত সোমবার

ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত সোমবার

জ্বালানি তেলের দাম কমায় গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। শুক্রবার গাজীপুরের তেতুইবাড়িতে নবীনগর-চন্দ্রা সড়কে আন্ডারপাসের নির্মাণকাজ পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, ”তেলের দাম কমেছে, পরিবহনের ভাড়াও কমবে। এ বিষয়ে সোমবার বিআরটিএতে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।” রবিবার মধ্যরাত থেকে অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি ১০ টাকা এবং ডিজেলের দাম তিন টাকা কমিয়েছে সরকার। তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে এর আগে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছিল। সে যুক্তি দেখিয়ে এবার ভাড়া কমানোরও দাবি রয়েছে যাত্রী অধিকার আন্দোলনে যুক্তদের।

নিউজ ডেস্ক : আপডেট ৪:৫০ পিএম, ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার
ডিএইচ