চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের মধ্যস্থ বড় মসজিদের উত্তর পাশে বিলাসবহুল শহীদ ভিলার সকল ভাড়াটিয়াদের গত এক মাসে বাসা ভাড়া মওকূফ করেছেন ভবনের মালিক।
জানা যায়, বিলাসবহুল এ ভবনের প্রায় ২৫টি ভাড়াটিয়া পরিবার রয়েছে। যার মধ্যে বেশীভাগ রয়েছে শিক্ষক, ব্যবসায়ী ও প্রবাসী পরিবার।
ভাড়াটিয়াদের অভিমত, ‘সত্যি বলতে আমরা হঠাৎকরে একটা কঠিন সময় পার করছি। তার মধ্যে ভাড়াটিয়াদের গত মাসের ভাড়া মওকুপ করায় ভাড়ির মালিকের প্রতি চির অকৃতজ্ঞ থাকবো।’
করোনা পরিশ্চিতির কথা চিন্তা করে ভবনের মালিক বলেন, মোল্লা ডেভেলপমেন্ট এর ভাইস চেয়ারম্যান প্রবাসী মো.সুমন মোল্লা শিপন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তার চাচাতো ভাই এম এম মনির।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৮ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur