চাঁদপুরে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

মাতৃভাষায় কথা বলার অধিকার চাইতে গিয়ে অদম্য বাংলাভাষী বাঙালীর রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, সেই বেদনাকে ধারণ ও লালন করে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে থেকেই চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার চল নামে। সবান কণ্ঠে বেজে উঠে চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’। মুখে একুশের আলপনা, মাথায় বাংলাদেশের পতাকা, বুকে কালো ব্যাজ, হাতে ফুল। ভাষা শহীদদের প্রতি হৃদয় নিঙরানো ভালোবাসা ও পরম মমতায় নিবেদিত শ্রদ্ধার ফুলে ফুলে বর্ণিল হয়ে উঠে চাঁদপুর শহীদ মিনার প্রাঙণ।

এভাবেই সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার সকল উপজেলায় সর্বস্তরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেছে ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের। দিবসটি উপলক্ষে সোমবার ছিলো সরকারি ছুটি। এইদিন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধী মেনে সকল শিক্ষা-প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করা হয়।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, (এডিএম) মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সানজিদা শাহনাজসহ অনান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

এরপর জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুশি সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভুঁইয়া, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারীসহ অন্যান্য নেতারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

চাঁদপুর পৌরসভার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র মো. জিল্লুর রহমান, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, অ্যাভোকেট হেলাল হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ অন্যান্যরা।

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ অন্যান্য নেতারা।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অন্যান্য নেতারা।

এছাড়াও রাজনৈতিক ও অন্যান্য পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রতিবেদকঃ আশিক বিন রহিম,২১ ফেব্রুয়ারি ২০২২

Share