রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। ২১ ফেব্রুয়ারি সোমবারসকাল ৭টার দিকে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় উপাচার্য বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ভাষা আন্দোলনের ভূমিকা অপরিসীম। ভাষার জন্য এমন রক্তদান বিশ্বে নজিরবিহীন। এই দিনটি এখন আর শুধু শোক ও বেদনার দিন নয়; জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সব ভাষার অধিকার প্রতিষ্ঠার এক সর্বজনীন উৎসবের দিন।
উপাচার্য বলেন, ‘একুশে ফেব্রুয়ারি দিনটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাওয়া উচিত।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (পিএস টু ভিসি) এম জেড রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সেকশন অফিসার মো. মেহেদী হাসান, ক্যাশিয়ার নুসরাত জাহান মীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur