Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ভাষা আন্দোলনের ৭০ বছরেও ফরিদগঞ্জে ২৩১ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
ভাষা

ভাষা আন্দোলনের ৭০ বছরেও ফরিদগঞ্জে ২৩১ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

ভাষা আন্দোলনের ৭০ বছর পার হলেও ফরিদগঞ্জ উপজেলার ২৩১ টি শিক্ষা প্রতিষ্ঠান নেই শহীদ মিনার। প্রতি বছরই ভাষা দিবস তথা ২১ ফেব্রুয়ারি আন্তার্জাতিক মাতৃভাষা দিবস প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালনের বাধ্যবধকতা রয়েছে। তবে শহীদ মিনার না থাকলেও কোথাও কোথাও অস্থায়ী ভাবে শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করা কোমলমতি শিক্ষার্থীরা।

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে, তার মধ্যে প্রাথমিক বিদ্যালয় ১৮টি, কলেজ ৯টি, মাধ্যমিক বিদ্যালয় ৩০টি, মাদ্রাসা ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে।

উপজেলায় ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার নেই, ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ে, ৯টি উচ্চ মাধ্যমিকে, ২৪টি দাখিল মাদ্রাসায়, ২৬টি আলিম ও ফাজিল মাদ্রাসায় এবং ১টি কামিল মাদ্রাসায় নেই শহীদ মিনার।

ভাষা আন্দোলনের ৭০ বছর পেরিয়ে গেলেও অনেক সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ মিনার গড়ে উঠেনি এখনও। এ নিয়ে সচেতন মহলের লোকজন ক্ষোভ প্রকাশ করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল চাঁদপুর টাইমসকে বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করলে কোমলমতি শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের বিষয়ে ভালো ভাবে জানার আগ্রহ প্রকাশ করতো। বিভিন্ন প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা দিবস সম্পর্কে তেমন গুরুত্বও দেয় না এখন।

জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু চাঁদপুর টাইমসকে বলেন, জেলা পরিষদ থেকে সকল প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। প্রায় ১৫ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে সে সকল প্রতিষ্ঠানকে দ্রুত শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হয়েছে। চলতে বছরেরও বাকি মাধ্যমিক পর্যায় শিক্ষা প্রতিষ্ঠানকে শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হবে।

উপজেলা নির্বাহি অফিসার শিউলি হরি চাঁদপুর টাইমসকে বলেন, উপজেলার শিক্ষা অফিসারদের সাথে আলাপ করে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা যায় তার চেষ্টা করবো।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান চাঁদপুর টাইমসকে বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা প্রয়োজন। কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রাথমিক পর্যায় থেকে শহীদ মিনার সম্পর্কে ধারণা থাকা দরকার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৯ ফেব্রুয়ারি ২০২২