বাংলা নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ নিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।
প্রেস উইং থেকে বলা হয়েছে, ১৪২৯ নববর্ষ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ছাড়াও বেসরকারি টিভি ও রেডিওগুলো প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে গত ৭ জানুয়ারি সবশেষ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সরকার প্রধান।
আগামিকাল বৃহস্পদিবার ১৪ এপ্রিল বাংলা ১৪২৯ সালের প্রথম দিন,পহেলা বৈশাখ।
করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে গত দু’বছর সেভাবে বর্ষবরণ আয়োজন হয়নি। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
১৩ এপ্রিল ২০২২
এজি