মতলব উত্তর

‘সঠিকভাবে দায়িত্ব পালন করলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে’

কেন্ত্রীয় আওয়ামী লীগ নেতা ছেংগারচর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকার শিক্ষার মান্নোয়নে আন্তরিকভাবে কাজ করছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে মাল্টিমিডিয়া প্রজক্টরের মাধ্যমে শ্রেণি কক্ষে ক্লাশ নিশ্চিত করতে হবে।

উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজের গভার্নিং বডির প্রথম সভা মঙ্গলবার (১৫ নভেম্বর) কলেজের গভর্নিং বডির সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ছেংগারচর ডিগ্রি কলেজ ইতিমধ্যে জাতীয়করণ করা হয়েছে। অধিক আন্তরিকভাবে শেণি কক্ষে পাঠদান করতে হবে। বিগত বছরের ন্যায় ভালো ফলাফল নিশ্চিত করার জন্য সকল শিক্ষককে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে। তবে একটি কথা না বল্লেই না, একটি কলেজের ভালো ফলাফলের জন্য শিক্ষক,অভিভাবক, ম্যানেজিং কমিটি ও ছাত্রদের উভয়েরই দায়িত্ব রয়েছে। সবাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছেংগারচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার।

কলেজের উপাধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য এএল মোজাহার ইমাম চৌধুরীস পিনু, দাতা সদস্য গোলাম রাব্বানী পাপ্পু, বিদ্যুৎসাহী সদস্য সলিম উল্যাহ চৌধুরী বারি সোহেল, মো. মিজানুর রহমান, অভিভাবক সদস্য আবদেল নাসের, মো. আহসান উল্যাহ, মো. মোবারক হোসেন, শিক্ষক প্রতিনিধি আহসান উল্যাহ সরকার, হোসনেয়ারা বেগম, মো. কামরুন হাসান প্রমূখ।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাশ নিশ্চিত করার জন্য কলেজের দাতা সদস্য গোলাম রাব্বানী পাপ্পু উদ্যোগে ৪টি ল্যাপটপ, ২টি প্রজেক্টর কলেজের গভর্নিং বডির সভাপতি গভার্নিং বডির সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সৌজন্যে কলেজের শিক্ষকদের কাছে হস্তান্তর করেন।

মতলব উত্তর করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :১১ পিএম, ১৫ নভেম্বর ২০১৬, মোঙ্গলবার
এইউ

Share