Home / চাঁদপুর / ‘ভালো কাজের জন্য আপনাদেরকে পুরষ্কৃত করা হবে’
ভালো

‘ভালো কাজের জন্য আপনাদেরকে পুরষ্কৃত করা হবে’

চাঁদপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত মতবিনিময় করেছেন। ৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় চাঁদপুর সদর মডেল থানা প্রাঙ্গনে গ্রাম পুলিশ সদস্যরা সাপ্তাহিক হাজিরা দিতে আসলে তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়েরর উপর নির্দেশনা প্রদান করেন।

এ সময় সদর সার্কেল মোঃ ইয়াসির আরাফাত বলেন, আপনাদের ইউনিয়নে যদি কোন ব্যক্তির অস্বাভাবিক ও আকস্মিক মৃত্যু হয় তাহলে ঐ ব্যক্তির তথ্য থানা পুলিশকে জানাতে হবে। আপনার ইউনিয়নের একজন করে আমাদের অফিসার রয়েছে। আপনারা হলেন পুলিশের প্রথম ইনফর্মার। আপনার গ্রাম পুলিশ যদি মনে করেন থানা আপনার কাছাকাছি তাহলে আপনারা সরাসরি থানায় গিয়ে যে কোনো বিষয়ে রিপোর্ট দিতে পারেন। আইনের অবহেলা যদি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। আপনার যদি ভালো কাজ করেন তাহলে আমরা প্রতি মাসে তিনজনকে পুরস্কৃত করব। আপনার যদি অনুপস্থিত থাকেন তাহলে এ রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর গেলে আপনার বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। ওয়ারেন্ট আসামি ধরার জন্য আপনারা পুলিশকে সহযোগিতা করবেন। আমরা ভালো কাজের জন্য আপনাদেরকে পুরষ্কৃত করব। আপনার এলাকায় অপরিচিত ব্যক্তি সম্পর্কে থানাকে অথবা আমাকে অবগত করতে পারেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম বলেন, চাঁদপুর সদর উপজেলার সকল ইউনিয়নে আবারও ছিচকে চুরি বেড়ে গেছে। গরু চুরি প্রবণতা বৃদ্ধি পেয়েছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আপনারা এলাকার সজাগ দৃষ্টি রাখবেন। আপনার এলাকার কোন ছেলেটি অপরাধের সাথে জড়িত, সেই খোঁজখবর রাখবেন। মাদক, ইভটিজিং, সন্ত্রাসসহ নানা অপরাধ নির্মূলে কাজ করতে হবে। আপনার এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত আঃ রাজ্জাক মীর, সেকেন্ড অফিসার লোকমান হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৪ সেপ্টেম্বর ২০২৩