Home / চাঁদপুর / ভালো কাজ হচ্ছে সমাজের অনেক বড় শক্তি: পৌর মেয়র
ভালো

ভালো কাজ হচ্ছে সমাজের অনেক বড় শক্তি: পৌর মেয়র

‘আমরা পর নই’ এই স্লোগানকে লালন করে পথ চলা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আপনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ৩০জন গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে এক বছরের শিক্ষা উপকরণ বিতরণ, সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় ৫টি সংগঠনকে সম্মাননা প্রদান এবং ‘সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর মুক্তিযুদ্ধা সংসদ ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

এমময় তিনি বলেন, সমাজে ভালো কাজের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে একটা সংগঠন এগিয়ে যায়। আপন সংগঠনটি দীর্ঘদিন ধরে চাঁদপুরেঅনেক সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। দেশের এই মহামারী করোনা সংকটেও তারা অনেক মানব সেবা মূলক কাজ করেছেন।

তিনি বলেন, একটি সংগঠন প্রতিনিয়ত ভালো কাজ করে যাওয়া অনেক মহৎ একটি কাজ। এটাই হচ্ছে সমাজের অনেক বড় শক্তি। এমন ভালো কাজের জন্য নতুন প্রজন্মও ভালো কিছু শিখছে। এই সামাজিক সংগঠনের শক্তিগুলো আমরাও কাজে লাগাতে চাই। আমাদের পৌরসভা থেকেও এসব সামাজিক সংগঠনগুলোকে সহযোগিতা এবং সম্পৃক্ত করার চেষ্টা করবো। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি লক্ষ্যে পৌছবো।

আপন এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিক বিন রহিম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, রোটাঃ জামাল হোসেন, আপনের উপদেষ্টা ডাক্তার মাসুদ হাসান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ২ নং সপ্রাবি’র প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী, আপনের উপদেষ্টা শিক্ষিকা রওশনআরা, চাঁদপুর রেলওয়ে কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মাহমুদা খানম, তারুন্যোর অগ্রদূতের উপদেষ্টা লায়ন বাবুল হাসান, সভাপতি ইকবাল খান, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান সাখাওয়াত হোসেন শাকিল, ব্যবসায়ী আমিনুল ইসলাম মানিক, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি, সোস্যাসাল এইডার ডেভোলাপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি কামরুল হাসান বাবু, লাইক ফর হিউমেউনিটি সম্পাদিকা তামান্না রহমান,২ নং বালক সপ্রাবির সহকারী শিক্ষক ধ্রুবরাজ বণিক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলআমিনসহ আরো অনেকে।

সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননাপ্রাপ্ত ৫টি সংগঠন হলো, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব, লাইট ফর হিউম্যানিটি, তারুণ্যের অগ্রদূত, স্যোশাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সংগঠনের কার্যক্রম ও কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় এক্টিভ মেম্বার হিসেবে শুভেচ্ছা স্মারক পাওয়া তিনজন হলেন, আল-আমীন মুন্সি, আল-আমিন মিয়াজি, ও ফারহান ফুয়াদ আকাশ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য শিক্ষা উপকরন তুলে দেয়া হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই আপনের পথচলার এক বছরের কার্যক্রমে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও সাংগঠনিক কাজে অবদান রাখায় আপনের তিনজন এক্টিভ সদস্যকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন সমাপ্ত হয়।
এসময় বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং আপনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৫ ফেব্রুয়ারি ২০২২