সদ্য প্রকাশিত কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ফলাফলে বাবা হারা মেধাবী ছাত্র মুরাদ মাহমুদ তপু গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন করে জিপিএ ৫ পেয়েছে।
ইতিমধ্যে সে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। এবং পঞ্চমে জিপিএ ৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি ও অষ্টম শ্রেনীতে জিপিএ ৫ ও সাধার গ্রেডে বৃত্তি লাভ করেন। ভালো ফলাফলের কারনে মেধাবী ছাত্র তপু মহান আল্লাহ তায়লার প্রতি শুকরিয়া, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,মা ও নানা-নানীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।
তার বড় ভাই স্যায়িদ মাহমুদ তুহিন ২০১৯ সালে এসএসসিতে জিপিএ ৫ পেয়ে ঢাকা কলেজে অধ্যয়নরত রয়েছে। তার বাবা কচুয়া উত্তর পালাখাল মোড়ের প্রাক্তন ব্যবসায়ী ইলিয়াস মোল্লা ২০১৫ সালে ২৪এপ্রিল অকালে মৃত্যুবরণ করেন।
তার বাবার মৃত্যুর পর তার গর্বিত মা মাকসুদা আক্তার তার নিজের সুখের চিন্তা না করে ২ ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখছেন। মুরাদ মাহমুদ তপু ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহনের পাশাপাশি একজন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে আগ্রহী। তার লালিত স্বপ্ন পূরনে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
অন্যদিকে মেধাবী এ দর্রিদ ছাত্র মুরাদ মাহমুদ তপু এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেলেও বাবা না থাকায় ও দরিদ্রতার কারনে ভালো কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিতায় দেখা দিয়েছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur