সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে দারুণ সক্রিয় আওয়ামী লীগের এ প্রভাবশালী শীর্ষ নেতা। প্রচুর ভক্ত ও অনুসারীও ওবায়দুল কাদেরকে ফেসবুকে অনুসরণ করেন। ভক্তরা তাকে মন্তব্য বাক্সে মন্ত্রীকে ভালোবাসা দিবসের ফিরতি শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও প্রথম জুলিয়াস ভ্যালেইটাইন’স স্মরণে ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন।
খৃস্টীয় এ ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়। সম্প্রতি পাকিস্তানেও ২০১৭ সালে ইসলামবিরোধী হওয়ায় ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে সে দেশের আদালত। কিন্তু এসব বাধা সত্ত্বেও সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে ভালোবাসা দিবস।
তবে ঘৃণাকে পাশ কাটিয়ে ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হচ্ছে ভালোবাসা। যার ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও।
বার্তা কক্ষ, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur