Home / চাঁদপুর / চাঁদপুর-লক্ষ্মীপুর-কুমিল্লায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
BGB- Bangladesh
ফাইল ছবি

চাঁদপুর-লক্ষ্মীপুর-কুমিল্লায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পৌরসভা নির্বাচন-২০১৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) রাত থেকে তিন জেলার নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ১০ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৩ টি জেলার কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি, বরুড়া, চৌদ্দগ্রাম, হোমনা ও লাকসাম পৌরসভা, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, কচুয়া, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও ছেংগারচর (মতলব উত্তর) পৌরসভা এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর পৌরসভায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, প্রতিটি পৌরসভায় ১ প্লাটুন করে (৩৫ জন) সর্বমোট ১৩ প্লাটুন বিজিবি (২ জন অফিসারসহ) মোতায়েন করা হয়েছে। পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত প্রতিটি প্লাটুনের বিজিবি সদস্য ৩ টি সেকশনে বিভক্ত হয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

নিউজ ডেস্ক || আপডেট: ১২:৪১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫, সোমবার

এমআরআর