বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমে বাধা দেয়ায় কুষ্টিয়ায় প্রেমিকার বড় ভাইকে হত্যা করেছেন এক প্রেমিক। কুপিয়ে প্রেমিকের ভাইকে হত্যা করেছে প্রেমিক। এসময় প্রেমিকার মা ও চাচাতো ভাইকেও কুপিয়ে জখম করেন ওই প্রেমিক।
বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিষা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক প্রেমিক উজ্জলকে আটক করেছে।
নিহতের নাম আব্দুল্লাহ। তিনি স্থানীয় একটি কলেজের ছাত্র।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আজিজুর রহমান জানান, পোড়াদহ এলাকার মোহাম্মদ আলম আলীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার হাতিয়া গ্রামের খবির উদ্দিন শেখের ছেলে উজ্জল হোসেন (২২)। এ প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে জানার পর মেয়ের ভাই নিহত আব্দুল্লাহ বকাবকি করে উজ্জলকে।
তিনি জানান, গতকাল বুধবার বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রেমিকার বাড়িতে আসে প্রেমিক উজ্জল। উজ্জলকে বাড়িতে আসতে বাধা দিলে সে আব্দুল্লাহকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় আব্দুল্লাহর মা ছাবিয়া খাতুন (৪৫) ও তার চাচাতো ভাই শাজাহান (৩৫) বাধা দিলে তাদেরকেও কুপিয়ে আহত করে উজ্জল। পরে এলাকাবাসী প্রেমিক উজ্জলকে আটক করে পুলিশে দেয়।
তিনি আরও জানান, নিহতের মা ও চাচাত ভাইকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(আরটিভি)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩৫ এ.এম, ১৫ ফেব্রুয়ারি২০১৮, বৃহস্পতিবার।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur