Home / আবহাওয়া / ঢাকাসহ ৪ বিভাগে হতে পারে ভারী বর্ষণ
rain weather

ঢাকাসহ ৪ বিভাগে হতে পারে ভারী বর্ষণ

রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এমনটিই জানানো হয়েছে।

বাকি তিন বিভাগ হলো-খুলনা,বরিশাল ও চট্টগ্রাম। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে ২৪ ঘণ্টায় ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়।

চাঁদপুরের আবহাওয়া

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেয়া তথ্য মতে, আজ ১৯ জুন শনিবার চাঁদপুরের গত ২৪ ঘন্টায় ভোর ৬টা পর্যন্ত সর্ব্বোচ বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে ৫২ মি.মি ও সকাল ছির ৬ টায় ২৬ মি.মি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ।

এ ছাড়াও বেলা ১২টায় সব্বোর্চ ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ম ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া ডেস্ক,১৯ জুন ২০২১
এজি