শনিবার রাত থেকে বিরামহীন ভারী বর্ষনে মতলব পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তা ঘাটে পানি আটকে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চলাচলে মানুষের চরম দর্ভোগ পোহাতে হয়।
বিশেষ করে পৌরসভার সদরের ৩নং ওয়ার্ডের বেশির ভাগ রাস্তা ও অলি গলি পানি আটকা পড়ে তলিয়ে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নেও নিন্মাঞ্চলের অধিকাংশ কাঁচা-পাকা রাস্তা তলিয়ে গেছে এবং রাস্তায় থাকা গাছ পড়ে যায়। এতে যানচলাচল ও মানুষের যাতায়াতের ভোগান্তির সৃষ্টি হয়।
সরেজমিন ও বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা যায়, অবিরাম বর্ষণের ফলে পৌরসভার ঘোষপাড়া, মধ্য কলাদি, পূর্ব কলাদি, টিএন্ডটি, থানা রোড সহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা সীমিত থাকার ফলে আটকা পড়া বৃষ্টির পানি সড়তে দীর্ঘ সময় লেগে যায়। এছাড়া পূর্ব কলাদির জমজম খালের পাশে পাকা সড়কের একটি বিশাল অংশ ভেঙে গর্তের সৃষ্টি হয়।
খোজ নিয়ে আরো দেখা যায়, মতলব গঞ্জপাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠটিও পানিতে তলিয়ে গেছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের দুর্ভোগ দেখা দেয়।
অপর দিকে উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, নারায়ণপুর, খাদেরগাঁও, উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে জানা গেছে গত রাতের অবিরাম বর্ষণের ফলে বেশির ভাগ কাঁচা রাস্তাগুলো ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এছাড়া পাকা সড়কগুলোতেও পানি জমে ছোট বড় সৃষ্টি হয়। মধ্য কলাদির বাসিন্দা আশীষ সরকার বলেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পুকুর এবং ডোবাগুলো ভরাট করা ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
জলাবদ্ধতার কারণে পৌর বাসীর চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। পৌরসভা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখন বলেন, জমে থাকা বৃষ্টির পানি সরানোর জন্য কাজ করা হচ্ছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ শোয়েব জানান, শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত জেলায় ১শ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, হাঠৎ করে ভারি বর্ষণের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হলেও তা নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৯ সেপ্টেম্বর ২০২১