চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে সফিকুল ইসলাম সফিকে বুধবার (৮ মার্চ) দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ শাখার ছাত্রলীগের সভাপতি মো. মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সুজন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
সম্প্রতি ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ থেকে মো. গোলাম মোস্তফা সুজনকে ইতোমধ্যে অব্যাহতি প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ। তাই সভাপতির পদটি শূন্য হয়। পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের এক বর্ধিত সভায় সকল সদস্যদের সিদ্ধান্তক্রমে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সফিকুল ইসলাম (সফি)কে ৫নং ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে সকল দায় দায়িত্ব পালনের অনুমতি প্রদান করে।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ১৩ পিএম, ০৮ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur