সীমান্তের পাশের দুই দেশের মানুষের যাতায়াতের সুবিধার জন্য ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া তুলে দেওয়ার কথা বলছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। শনিবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে বাংলাদেশের মহান জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তথাগত রায় বলেন, ‘বাংলাদেশের মানুষের ভারতে আসতে বাংলাদেশীদের ভিসা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।’
অনুষ্ঠানে তথাগত রায় বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে এই ভিসা প্রক্রিয়া কেন চালু থাকবে? এই ভিসা প্রক্রিয়া শিগগির তুলে দেওয়া দরকার। এই ভিসা প্রক্রিয়া তুলে দেওয়ার ব্যাপারে আমি ব্যক্তিগত ভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রালয়ের কাছে আর্জি জানাবো’।
বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য বলেন, ‘দুই দেশের মানুষ যেন সহজেই সীমান্ত পেরিয়ে একদেশ থেকে অপরদেশে যাতায়াত করতে পারেন সেলক্ষ্যে দুই দেশের শীর্ষ নেতৃত্ব একত্রে বসে এই প্রক্রিয়া তুলে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। তিনি আরও বলেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একজায়গায় অবস্থান করছে যেখানে এই ভিসা অপ্রয়োজীয় হয়ে পড়েছে।’ (এনটিভি)
নিউজ ডেস্ক : আপডেট ০৪:১৯ পিএম, ২৮ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ