Home / আন্তর্জাতিক / ভারতে ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ
corona

ভারতে ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ

ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক লাখ ৫২ হাজার ৭৩৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। যা বিগত ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ। আজ সোমবার (৩১ মে) এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ১২৮ জন। যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ২৯ হাজার ৯০০ জন। অন্যদিকে, মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জন।

আগেরদিন ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৪৬০ জন। একইসময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার মানুষ।

আন্তর্জাতিক ডেস্ক ,৩১ মে ২০২১